এক শিক্ষক দুপুরের প্রখর রোদে
জিরোচ্ছিলেন কোন এক রেস্টুরেন্টে বসে।
জনা চারেক লোক সেখানে প্রবেশ করেই
দেখতে পেলেন সেই শিক্ষককে।
তাদেরি একজন ত্রস্তপদে তাঁর সামনে গিয়ে
প্রণাম করায় তিনি নিশ্চিত হলেন এই ভেবে,
নিশ্চয়ই লোকটা তাঁর পুরাতন কোন ছাত্র হবে।
শুধালেন তিনি; চিনলাম না বাবা,
আপনার পুরাতন ছাত্র সঞ্জীব; বলে থামলো সে।
শিক্ষক তাঁর ছাত্রকে আশীর্বাদ করলেন প্রাণখুলে,
এক ব্যারিস্টার তাঁর মত এক গ্রাম্য শিক্ষককে
পায়ে হাত দিয়ে প্রণাম করায়;
নিজেকে অনেক সন্মানিত মনে করে ভাবলেন,
যদি বছরের পর বছর না খেয়েও কাটাতে হয়
তাতেও কোন অসুবিধা হবেনা নিশ্চয়!
বিষয়টা পুরাপুরি সত্য,
এবং সেই শিক্ষক ছিলেন আমার প্রয়াত পিতা।

(সত্য ঘটনা)
রচনাকালঃ ২৫-০৯-২০১৪।