সকালে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজ
শুরু হয়ে যায় যথারীতি;
খবরের কাগজে চোখ বুলালে
কোন খুশীর খবর কমই চোখে পরে।
সারা দেশব্যাপী দুর্ঘটনায় মৃত্যু,
খুন, ধর্ষণ, গুম ইত্যাদির খবরই থাকে বেশী।
দিনের শুরু থেকে তাই হতাশা নিয়েই
শুরু সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের,
এবং এভাবেই প্রতিটি দিন খসে পড়ে জীবন থেকে।
তবে ব্যতিক্রমও থাকে কোন কোন দিন-
যেমন খুব বড় দুর্ঘটনা কিম্বা একই সাথে
অনেক অনেক নির্মমতায় ঠাসা হত্যার কথা।
নিজেকে অসহয়তার দোহাই দিয়ে
বিবেকের কাঠগড়ায় দাঁড়ানোর ভান করেও
স্বস্তি মেলেনা কোন; উত্তরও মেলেনা একেবারেই।
রচনাকালঃ ২৩-০৯-২০১৪