রচনা কাল - ০৬-০৪-১৯৭০
ইছা তো জাগে বড় হইবার
তকদিরে বুঝি নাই,
শুধু চিন্তা করিয়া হইয়াছি সাড়া
শান্তি যে নাহি পাই।
নাইকো ক্ষমতা বড় হইবার
তবু মনে জাগে সাধ,
কেন হলো মোর এই দশা হায়
কি আমার অপরাধ?
আমার বুদ্ধি আমার বিদ্যা
কম নাহি কোন অংশে,
সব দিক দিয়া বড় আছি আমি
আরও বড় আছি বংশে।
তবুও আমার নাম ডাক নাই
মানুষের মুখে মুখে,
তাইতো আমার হৃদয়ের ভারে
বসে আছি শুধু দুঃখে।
এই যদি হয় বিধির বিধান
মানিব না তাহা আমি
বড় যে আমায় হইতেই হবে
আমি যে অনেক দামী।
কে যেন বলিছে চুপি চুপি ওই
কেমনে হইলে দামী?
তোমার কাজের ত্রুটি রহিয়াছে
তুমি নহ কোন কামী।
কাজ না করে শুধু বসে বসে
ভাবিও না কিছু আর,
কাজের পূর্বে ভেবে নাও বসে
নচেৎ হবেনা পার।
শেষ কথা মোর মনে রেখ তুমি
জয়ী যদি হতে চাও,
আজীবন শুধু করে যাও কাজ
পিছু নাহি ফিরে চাও।