১৮-০৪-১৯৭৩

হে বঙ্গভুমি জননী আমার,
ব্যথিত জনের অশ্রু মোছাতে
তোমা সম জুড়ি দেখিনা আর!
দুর্বল দুঃস্থ মানুষেরে মেরে নরবেশী শয়তান
পিশাচের হাসি হাসে দূর থেকে যা চির অকল্যাণ।
অদৃশ্য সংকেতে দাও তুমি দুঃস্থেরে প্রেরণা
তুমি তারে নাও তব বুকে তুলে দাও কত সান্তনা।
তোমার স্নিগ্ধ শ্যামল মায়ায় লোভী পিশাচের দল
অন্যায় আর অবিচারে করে যে কতই ছল।
তোমার বুকে মাথা রেখে যেন ঘুমানোর দিন পাই
তুমি যে সেরা জননী সবার তোমারই আশ্রয় চাই।

(পাকিস্তানের বন্দী শিবির মরদান জেলার
দরগাই দুর্গে থাকাকালীন রচিত)