রচনা কালঃ ০৭-০৮-২০১৪।
রাস্তা ঘাটে মানুষ এবং যানবাহনের ভিড়ে
ব্যস্ততার যেন শেষ নেই কোন,
একটা নির্দিষ্ট সময়ে সে ব্যস্ততা কমতে থাকে এবং
যার যার গন্তব্যে পৌঁছে যায় এক সময়।
এমনি করে চলতে থাকে প্রতিদিনের চলা,
মহান স্রষ্টার কি সুন্দর সমাধান!
যা ভাবলে অবাক হতে হয় সর্বদা।
কত পেশার মানুষ পথে নামে রুটি রুজির সন্ধানে,
আবার ফিরেও যায় নিজ ঠিকানায়;
তা সে যত বড়ই হোক অথবা ফুটপাতই হোক!
শিক্ষক, আমলা, কেরাণি, চাপরাশি অথবা
যত নিম্ন পেশাই হোক না কেন; কাজ শেষে
ফেরে স্ব-স্ব পরিজনের কাছে;
আর পরম স্নেহ মমতায় আগলে রাখে
আপনজনদের প্রতিনিয়ত!