রচনা কালঃ ০৩-০৪-১৯৭০
কে তুমি বসে আছ নীল আকাশের নিচে
আনমনা হোয়ে? দেখনা জগত বিচে,
মনে জাগল কেন চালাতে ধ্বংসের অভিযান,
ক্ষান্ত হও ওই চিন্তা থেকে নচেৎ পাবেনা পরিত্রাণ।
কত লোভ কত অন্যায় আর কত যে অহঙ্কার,
অন্যেরে মেরে নিজে বড় হতে সেজেছ ভয়ঙ্কর।
মিশিয়ে দিয়েছ ধরার ধুলায় কত যে সরল প্রাণ,
মরীচিকা সম ছলনায় ভুলে তারা দিয়েছে বলিদান।
মানুষ যে তোমার ভাই-
এর চেয়ে আর আপনার জন ধরার ধুলায় নাই।
সে কথা কি তুমে ভুলে গেছ নিষ্ঠুর নির্দয়?
অবনীর মহা সংগ্রামে তব এই কি আসল জয়?
বড় যদি হতে চাও-
হিংসা বিদ্বেষ ছেড়ে ভাল কাজে লেগে যাও।