রচনাকালঃ ২৯-০৭-২০১৪
মানুষ হত্যা করতে যাদের হাত কাঁপেনা এতটুকু
কিম্বা বিচলিত হয়না মোটেও,
তারা কি চিন্তা করেছে কখনও;
হত্যার শিকার হল যে বা যারা
তারাও কোনো মা বাবার সন্তান!
যার রক্তের স্রোত বয়ে গেল জমিনে
সে রক্তের প্রতি ফোঁটায় ছিল মায়ের প্রগাঢ় মমতা,
পিতার অপত্য স্নেহ ভালবাসা এবং
সকল আত্মীয় পরিজনের স্নেহ ভালবাসা।
অথচ সেসব এক ফুঁৎকারে নিভিয়ে দিল ঘাতক!
হত্যাকারী কি একবারও দাঁড় করায় না
নিজেকে তার বিবেকের মুখোমুখি?
অবশ্যই তা নয় যা সবারই জানা।
মহান আল্লাহ্ বলেছেন-
“আমি মানুষ সৃষ্টি করেছি সবচে’ সন্মানিত কোরে।”
আর আমরা মানুষ যারা-
স্রষ্টার এ মহত্তের এতটুকু সন্মান করছি?
কেন নির্বিচারে অন্যায় করছি মুহূর্তে,
সময় হয়েছে সেটাই ভাববার!