রচনাকালঃ - ২৮-৫-২০১৪
ফেলে আসা দিনগুলোর কথা মনে পরে
এবং ভিষণ ভাবেই মনে পরে।
ভবিষ্যতের কথা তো জানিনা,
কিন্তু বর্তমান তো আছে;
তা আছে বৈকি; কিন্তু একেবারেই
বেখাপ্পা, নিষ্ঠুর, নির্মম!
বলি কি আছে বর্তমানে?
অবিশ্বাস, হানাহানি, স্বার্থপরতা,
আরও যা কিছু আছে
সব কিছুই ভালোর একদম বিপরীতে!
আর তাইতো অতীতকে ফিরে পেতে
ইচ্ছে করে ভীষণ ভাবে!
অতীতে দূরে কোথাও যেতে হলে
পদ যুগলই ছিল সবচে’ ভরসা
অথচ তাতেও আনন্দ ছিল!
আত্মীয়তার বন্ধন ছিল
হৃদয়ের উষ্ণতা আর সমবেদনা ছিল।
প্রগাঢ় বিশ্বাস ছিল
ছিল সত্যিকারের ভালবাসা।
এখন কোথায় সেসব?
আর তাইতো বর্তমানে –
অশান্তি আর উৎকণ্ঠা নিয়েই বেঁচে থাকা!
নাকি মিথ্যা বললাম?