কে কবে অমর হয়েছে এ ধরায়
আছে কি কোনো প্রমাণ তার?
বিত্তের পাহাড় গড়ে চিত্তের সন্তুষ্টিতে
মোটেও অভাব নেই আত্মম্ভরিতার!
ফলাফল কিই-বা মেলে বিবেককে জিজ্ঞাসিলে?
শূন্যের পাশে শূন্যই মেলে বারম্বার।
কেউ চলে যায় আগে কেউ বা যায় পরে,
মরণ এসে প্রাণটা ছিনিয়ে নিয়ে
দেহটা ফেলে যায় অবশেষে।
বিত্ত পেছনে ফেলে শূণ্য হাতে যাবে চলে
কিছুই তো যাবেনা সাথে।
ফলাফল চাইলে ভাল সত্যকে মেনে নিয়ে
সময়েই ভেবে নেয়া ভাল।
সত্যকে আঁকড়ে ধরে যথাযথ কাজ করে
সবার মাঝে উদয় হোক মহত্তের আলো।
২৬-১২-২০১৭
হাকিমপুর
পাবনা