ঘড়ের বেড়া পাটকাঠির,
ঠাণ্ডা হিমেল হাওয়ায় বিপর্যস্ত জীবন,
শীতকে মোকাবেলা করে বাঁচতে হবে,
লেপ তোষকও নেই।
খড় বিছিয়ে উপরে কোন রকম পাতলা কাপড় বিছানো বিছানা,
অবশেষে শয়ন এবং গায়ে চাপানোর জন্য
অনুরুপ পাতলা কাপড় জড়িয়ে তার উপর
খড় চাপিয়ে ঠাণ্ডার উপশম।
অতঃপর সুখ-নিদ্রা!
এবং এ ভাবেই সংগ্রাম করে বেঁচে থাকা।

ঢাকা
২৫-০১-১৮