আজও রজনী শেষের তারা-
              আমায় করে বড়ো দিশেহারা...
নবীন ঊষার প্রথম আলোকে
              ভাঙ্গে সে অন্ধ কারা!
সারা রাত জুড়ে শুধু তারার খেলা
             আকাশ গঙ্গার স্রোতে কত তারার মেলা,
তবু রাত্রি শেষের পূবালী ওই শুকতারাটা
             আজও একেলা; বড় একেলা!
আজও রজনী শেষের তারা-
             আমায় করে বড়ো দিশেহারা...

যে সন্ধ্যাতারাটি সাঁঝ গগনে
             সাঁঝের বাতি জ্বালে...
শুকতারা সেই রাত পোহালে;
             নবীন ঊষার কোলে!

হাজার তারার ভিড়ে;
             আমি চিনেছি অনেক তারা...
তবু পারিনি শুধু চিনতে আজও
              ও দুটি নয়নতারা!

🌹🌹🌹🌹🌹