সাতরঙা আজ এ মন;
তুমি যে কত আপন
স্বপ্ন গুলো ছায়াপথে
খুঁজে পায় প্রাণের সূজন।
আজ মন গেয়ে যায়-
দু-চোখ হারায়,
রাত জাগানো সে কোন ইশারায়...?
সে যে অন্য ভুবন-
যেখানে প্রতিক্ষন
ভালোবাসা সুগন্ধ ছড়ায়।
সাতরঙা আজ এ মন,
তুমি যে কত না আপন...!
স্বপ্ন গুলো ছায়াপথে,
খুঁজে পায় প্রাণের সূজন।
সুহানী ইয়ে চাঁদিনী রাতে-
ভরো এ মন; মোম-জোছনাতে,
বোবা হাওয়া গুলো মুখর
আদরে কোন প্রেম সোহাগে?
সে যে অন্য ভুবন,
যেখানে প্রতিক্ষন,
ভালোবাসা সুগন্ধ ছড়ায়!
আজ মন ছুঁতে চায়,
এ দু-চোখ হারায়,
রাত জাগানো সে কোন ইশারায়...?
সাতরঙা আজ এ মন,
উড়ে চলি আমরা দুজন;
নীলের ছোঁয়া বুকে,
হারাতে চাই ওহহ... জানেমন!
হারাতে চাই ওহহ... জানেমন!