আমার মন চলেছে বৃন্দাবনে; পেয়ে শ্যামরায়-
যেথায় নিধুবনে মোহনবাঁশী প্রেমের গান শোনায়,
আমার মন চলেছে শ্যামের সনে; পেয়ে শ্যামরায়!
বৃন্দাবনে শ্যামের বাঁশী ইমনের সুরে বাজে-
অভিসারে যাবে রাইকিশোরী; সেজেছে ফুল সাজে.
সে থায়; নীল-যমুনা বহে আজো প্রেমের'ই গান গেয়ে-
শ্যাম-সোহাগী শ্রীরাধিকা শ্যামের পথ চেয়ে|
আমার মন চলেছে বৃন্দাবনে; পেয়ে শ্যামরায়-
যেথায় নিধুবনে মোহনবাঁশী প্রেমের গান শোনায়,
আমার মন চলেছে শ্যামের সনে; পেয়ে শ্যামরায়!