আমার হৃদয় মাঝের আলোক শিখা; জাগায় পরমানন্দ-
যা নাম মোর বিবেকে লেখা;- সেই তো বিবেকানন্দ।
পদ্ম কলির উতল সুবাস, মন মন্দিরে ভরে,
বিশ্ব ভুবন তোমার নিবাস, সকল হৃদয় জুড়ে।
অন্ধকারে ফোঁটাও আলো-
হে মোর জ্যোতির্ময়
নিখিল ভুবনে তোমার বানী
হবে সত্যর'ই জয়!
সূর্যসম তোমার বিরাজ অখিল মানবধর্মে,
বিবেক বাণী পথের দিশা, পুণ্য শুধুই কর্মে|
আমার হৃদয় মাঝের আলোক শিখা; জাগায় পরমানন্দ-
যা নাম মোর বিবেকে লেখা;- সেই তো বিবেকানন্দ।
Eta 99th kobita kintu ekta kobita vul kore del korefelecchi nahole etai hoto 100th. Kono byapar noi 100th tao ready acche, tomra ready to? Century* kobitay chhoto chomok acche, tai tomra keu jeno vuler bhuleo miss/mr korona go. Kemon?