জলসা বিকেল; মন চঞ্চল,
রঙ ফানুসে ভাসছি
অন্তহীন পথ; চড়ে স্বপ্নের রথ!
মেঘ ধোয়া রোদে আসছি...
আমার ঘরে সারা দুপুর টাপুর টুপুর-
শুধু জল নূপুরের খেলা,
আলতো চরণে জ্যোৎস্না নামে; রোজ সন্ধ্যা বেলা!
মহানগরটা খেলছে তখনও সওদাগরীর খেলা-
আমার ঘরেতে ভরা সন্ধ্যা; তখন সাঁঝের বেলা!
গুন গুন সুরে উন্মনা মন...
জলসা পায়ে সুরের বাঁধন!
ঝাপসা চোখে দেখতে কি পাও?
সময়-ফুলের* অবাধপতন!!!
দিন চলে যায়; রাত নিভে যায়-
নতুন এক ভোরের আশায়
আমরা তবু বেঁচে থাকি,
চির পরিচিত ভালোবাসায়।
দিন বয়ে যায়, রাত মিছে হয়-
আরেক নতুন দিনের আশায়
আমরা তবুও মিশেই থাকি...
পুরানো কিছু ভালোবাসায়-
আমরা আজও নিঃশ্বাস নিই,
পরিচিত সেই ভালোবাসায়।
Somogro kobitati porar por, tomader thik ki mone holo, orthat ami jeta vebe likhecchi, seta ki tomader o mone beje uthecche? Eta jante chai! Ami ekhono porjonto 2 ek joner theke sei Coorect montobyoti peyecchi, asha kori tomar thekeo pabo?