ওগো মনপ্রিয়া চুপি চুপি তোমায় বলি-
নীরব যত মনের ব্যাথা, আর না বলা সে প্রেমের কথা-
এমন গোলাপ হৃদয় নিয়েও এ মন প্রেমিক হলনা?!
ওগো! মন প্রিয়া সেকথাই আজ তোমায় বলি...
- এখনও আকাশের নীলে মন রাঙ্গানিয়া খেলা-
- এখনও হৃদয় নদীর জলে জোয়ার ভাটার মেলা,
- এখনও মন বাঁশী কাঁদে সুখের মায়াজালে-
তবুও ওই আকাশনীলে মন রাঙানিয়া খেলা চলে!
ছায়ার মতন ছিলে পাশে; মিলিয়ে কেন গেলে?
অস্তরাগের বিষাদী গান গেয়েই তুমি গেলে?!
- এখনও রাতের আকাশ তারায় তারায় রাত জাগে!
- এখনও উতল এ মন শুধুই তোমার ছবি আঁকে...!
বেশ তো ছিলে আমার বুকে, চুপকথাটির ছলে?
জুড়াতে তৃষার জ্বালা... এ প্রেম যমুনার জলে!
বেশ তো ছিলে আমার বুকে, চুপকথাটির ছলে?
সারাক্ষন ফেরারী মন; কিছু না বোঝে!
অসীম এক ধাঁধায় কাঁদে, অচেনা সুখের খোঁজে।
আমি আজ এ কোণ মোড়ে?! সুখপাখিটার ডাকে
তবু সুখপাখিটা দেয় না ধরা; হারায় চোরা বাঁকে।
সারাক্ষন ফেরারী মন; কিছু না বোঝে!
দুঃখের ধাঁধায় কাঁদে, সুখেরই খোঁজে।
ওগো মনপ্রিয়া চুপি চুপি তোমায় বলি-
নীরব যত মনের ব্যাথা, আর না বলা সে প্রেমের কথা-
এমন গোলাপ হৃদয় নিয়েও এ মন প্রেমিক হলনা?!
বিদ্রঃ- আমার আজকের এই কবিতাটি... চিরন্তন প্রেমেরই কবিতা... আপনাদের পড়ে যদি ভালো লাগে... মন্তব্য করতে ভুলবেন না যেন?
ধন্যবাদান্তে... মহারাজ!*