বুরুঙ্গের ব্যাথার বাঁশী এখনও কাঁদে, ফুলুরানির দুঃখে...
বুক ফাটে সে আর্তনাদে; জল আসে দু-চক্ষে,
এখনও কাঁদে ফুলুরানির দুঃখে...!
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে জংলা নদী-
কাঁদে পাহাড়, শালের বন... ব্যাকুল নিরবধি!
কানপাতলেই শুনতে পাবে, সেই ভালোবাসার গান-
পাহাড়, নদী, জঙ্গলেই, আজো মিশে তাঁদের প্রাণ...
মন হারালেই দেখতে পাবে, নিস্পাপ সে অভিমান-
কানপাতলেই শুনতে পাবে, সে ভালোবাসার গান!
পথ হারানো কোন জংলা ঝোরার বাঁকে...
শেষ বিকালের সোনালী আলোর ফাঁকে?
অচেনা সেই মহুল বনের বাঁকে...
বুরুঙ্গের বাঁশী আজও হাতছানি দিয়ে ডাকে!
বুরুঙ্গের বাঁশী আজও হাতছানি দিয়ে ডাকে!
প্রাণের সে টান আজও জলে বাতাসে মিশে...
প্রেমিক হৃদয় আজও পথ হারায় মহুল বনের দেশে, ফুলুকে ভালবেসে!
কানপাতলেই শুনতে পাবে, সে ভালোবাসার গান-
পাহাড়, নদী, জঙ্গলেই, আজো মিশে তাঁদের প্রাণ...
মন হারালেই দেখতে পাবে, নিস্পাপ সে অভিমান-
কানপাতলেই শুনতে পাবে, সে ভালোবাসার গান!