ঘুম আসেনা, কেন ঘুম আসেনা?
মাঝরাতে এ মন যেন ভাঙ্গা আয়না!
স্মৃতি গুলো বারে বারে হাতছানি দিয়ে ডাকে...
মন মানেনা, কেন মন মানেনা?-
আহত মন এ ব্যাথা কেন বয় না, কেন সয় না?!-
ভাঙ্গা পাঁজরের ঘুণ ধরা বাঁকে...!
ঘুম আসেনা, কেন ঘুম আসেনা?
মাঝরাতে এ মন যেন ভাঙ্গা আয়না!
না বলা কত কথা বুকে-
হারিয়ে ফেলেছি হয়তো তোকে-
স্বপ্নের স্রোতে আজ সব যায় ভেসে....,
চুপি চুপি আসবো ফিরে যেদিন-
ভালোবাসায় তুই হবি রঙিন-
নীল দুঃখ'কে ছুঁড়ে ফেলে... তোর কাছে এসে; তোকে ভালোবেসে!
আমার এ মন সে দিন গোনে-
সুরে সুরে আনমনা আলাপনে-
ভরিয়ে দেবো তোর আঁচল সব খুশিতে...,
দুচোখে তোর প্রেমের কবিতা-
আমার পাগল মন আঁকে সে ছবিটা!
রঙে রঙে গানে গানে হাসিতে...!
বিদ্রঃ এটি একটি সম্পূর্ণ গীতিকবিতা, যার কাজ চলছে!