ওরে মনরে... মন রে মন রে মন রে...
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ও তোকে বাঁধব সে কোন ডোরে???
(musics & Back-ground Vocals)©
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ও তোর দোসর ওই একতারাটা; গায় যে শুধুই জীবনের'ই গান-
রঙে রঙে কত খেলা আকাশেতে ভাসে...
বুকে জমা শত ব্যাথা; মন তো তবু হাসে!
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ধুলো খেলা দিনের শেষে সাঁঝ আকাশ কালো...
মন মেঘে আজ রঙ ধরেছে অভিমানের আলো!!
(musics & Back-ground Vocals)
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
ও আমার বাউলা মন রে; ও আমার ক্ষ্যাপা মন রে!
বিদ্রঃ- আমার আজকের নিবেদন-
*** দোসর *** একটি 'Semi-folk'© কম্পোজিশন। তোমাদের যদি ভালো লাগে তবে জানাতে অবশ্যই ভুলবে না, কারন তোমাদের সবার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ!
তোমাদের...
মহারাজ!*