আমি আজও স্বপ্ন দেখি...
অনন্ত এ বুক জুড়ে, সেই তন্দ্রালু হেঁটে চলা;
আনমনে কথা বলা...
আমি আজও স্বপ্ন দেখি...!
স্বপ্ন মানে আমার কাছে-
নিবিড় সে পথও চলা
স্বপ্ন মানে---
পড়ন্ত বিকেলে গোধূলির রঙ খেলা।
স্বপ্ন মানে---
ভন্নি দুপুর; চিলে কোঠার এক কোণ,
স্বপ্ন মানে---
দত্যি; দানো, ভয় জাগানো মন!
স্বপ্ন মানে---
কাটা ঘুড়ি;! আটকানো তাল গাছে...
স্বপ্ন মানে---
উদাস দুপুর... শুধুই তাঁরই পিছে পিছে!
স্বপ্ন মানে-
মা, দিদিমার নক্সিকাঁথা বোনা...
স্বপ্ন মানে---
জল টই টই; জলেরই আলপনা!
স্বপ্ন মানে---
আগমনী গান...
স্বপ্ন মানে---
ভোরের আজান...
স্বপ্ন মানে---
আনমনা পথে পাখির কলতান!
স্বপ্ন মানে---
সন্ধ্যাতারা নীল আকাশের কোণে...
স্বপ্ন মানে---
ভোরের আকাশ নতুনের জয় গানে!
স্বপ্ন মানে---
দীপ্ত চেতনা...
স্বপ্ন মানে---
মুক্ত মনে একসাথে পথও চলা...
স্বপ্ন মানে---
সব ভুলে; পরকেও আপন করে ফেলা!
স্বপ্ন মানে---
রাখালিয়া বাঁশী...
স্বপ্ন আমার---
গ্রাম্য বধূর হাসি...
স্বপ্ন মানে---
ফুটবলের মাঠ...
স্বপ্ন আমার---
রবিবারের হাট!
স্বপ্ন মানে---
পড়া ফেলে একছুট্টে কথাও হারিয়ে যাওয়া
স্বপ্ন আমার---
নিশুতি রাতে আনমনে ভয় পাওয়া!
স্বপ্ন মানে---
মনের ভাঁজে, জমে থাকা অভিমান...
স্বপ্ন আমার---
উদাসী মন, ভালো করার গান।
আমি আজও স্বপ্ন দেখি...
অনন্ত এ বুক জুড়ে, সেই তন্দ্রালু হেঁটে চলা;
আনমনে কথা বলা...
আমি আজও স্বপ্ন দেখি...!
বিদ্রঃ-
স্বপ্ন নিয়ে, আজকের এই লেখাটি, আমার পাতায় আগত সকল পাঠক-বৃন্দকে, পড়ে তাঁদের অতি মুল্যবান মন্তব্য রেখে যেতে অনুরোধ করছি!
আপনাদের...
মহারাজ!*