আরও কিছুক্ষণ না হয় বসলে পাশে...
আরও কিছুক্ষণ না হয় বাসলেই ভালো?!
তৃষিত নয়নে ঐ পদ্মমুখ হৃদয়ে আমার জাগায় আলো
আরও কিছুক্ষণ না হয় বসলে পাশে...
আরও কিছুক্ষণ না হয় বাসলেই ভালো?!
শান্ত ঐ ঝিল চোখে; হারিয়েছি এই মন-
আমার মনের কোরা পাতায়, শুধু তুমিই অনুক্ষন!
জানি... পারবো'না দিতে আকাশের চাঁদ; অথবা রাতের তারা---
জানি... পারবো'না দিতে চন্দ্রহার; হিরে জহরতে মোড়া,
দিত পারি শুধু বুক ভরা প্রেম, আর কি আমার আছে?
তবু... আরও কিছুক্ষণ না হয় থাকলে কাছে...
আরও কিছুটা না হয় বাসলে ভালো?!