মম হৃদয় দুয়ার খোলা;
এসো হে, বসন্ত এসো-
চড়ে ওই আলোক রথে...
মোর হৃদয়ে লাগাও দোলা,
আজি পলাশ বিছানো পথে!
বকুল, পিয়াল, কৃষ্ণচূড়া...
তোমারই পথ চেয়ে;
দখিনা বাতাস নেচে নেচে ফেরে-
তোমারই গান গেয়ে।
নীল আকাশে সোনার আলো;
নূপুর হয়ে বাজে...
ধরিত্রী আজ মুখরিত-
স্নিগ্ধ এ ফুল সাজে!
গন্ধে বিধুর আজ সমীরণ!
যৌবনের তালে তালে...
অমরাবতী যেন হাতছানি দেয়
ফের শান্ত ধরাতলে!
ললিত-রাগে বাঁশির সুরে;
উন্মনা আজ মন...
বীণার তারে বসন্ত রাগ ঝঙ্কৃত অনুক্ষণ!
হৃদয় আজ অধীর নেশায়-
মুখরিত বারে বারে-
বসন্ত এসেছে ধরিত্রীর বুকে...
বসন্ত এসেছে দ্বারে!
হৃদয় আজ অধীর নেশায়-
মুখরিত বারে বারে।।