হু হু হু......
ও পদ্মারে তোর বুকের মাঝে অথই জলের ধারা,
দুই পাড়েতে কত মানুষ আজও ভাষা হারা।
দুই পাড়ের ওই বালুচরে; স্বপ্ন আজও খেলা করে।
স্বপ্নেরই সে রংধনুকে কত ছবি মনে পড়ে।
ও ও ও......
পদ্মারে তোর বুকের মাঝে অথই জলের ধারা,
দুই পাড়েতে কত মানুষ আজও, ভাষা হারা।
হু হু হু......
শাওন আসে তোর বুকে, ভেঙ্গে যায় ঘর;
নদীর দু পাড় ভাঙ্গে,... সুখের বাসর!
তোর বুকেতে আছে লেখা;
চোখেরই ওই জলের ধারায়,
কত মানুষ কূল খুঁজে পায়;
কত মানুষ কূল হারায়!
তবু তুই বয়েই চলিস; মুখে কিছু না বলে
বুকের ওই যন্ত্রণাটা, বুকের মাঝেই লুকিয়ে ফেলে।
(ও ও ও...)
দুই পাড়ের ওই বালুচরে; স্বপ্ন আজও খেলা করে।
স্বপ্নেরই সে রংধনুকে কত ছবি মনে পড়ে।
*******************************
বি.দ্রঃ-
১. দ্বিতীয়বার মুখরা গাওয়ার সময় " আজও ভাষা হারা।" কথাটা ২বার হবে। আর সমগ্র ছত্রটিও ২বার হবে।
২. "হু হু হু......
শাওন আসে তোর বুকে, ভেঙ্গে যায় ঘর;
নদীর দু পাড় ভাঙ্গে,... সুখের বাসর!" সুরটা একটু চড়িয়ে গাইতে হবে।