"রাত পাখি লিখে যাও রাতের কবিতা,
তুমি আমি কিছু কথা; আর কিছু তন্দ্রা।
তন্দ্রাহারা এই রাতে চাঁদের মধুমায়াতে;
জেগে আছে দুটি আঁখি,
এখন সবে তো সন্ধ্যা
মধুরাত এখনো অনেক বাকি;
তবু জেগে আছে দুটি আঁখি।।
কাজল কালো ও আঁখির মায়ায়
শ্যামল স্নিগ্ধ বনছায়ায়
হারিয়েছি আমি পথ;
ওগো বনহরিনী, স্বপন চারিনী;-------
ধর এসে আমার এ দুটি হাত।***********!!!!!!!!!!!!!!!!!!!!!!"
English spelling :
"Raat pakhi likhe jao raaterkobita
tumi ami r kichhu tandra!!!
tandra hara ei raatein chander mudhu mayate;
Jege aachhe duti ankhi
ekhon sobe to sondhya
madhuraat akhono aneeek baki!
tobu jege achhe duti ankhi.
kajol kalo o ankhir mayai
shyamal shnigdho bonochhayai
hariyechhi ami poth
Ogo Bono horini, Swapan charini;
Ese dhoro amar e duti haath."..............!!!!!!