বৃষ্টির সাথে রোদের লুকোচুরি দেখেছি অনেকবার।
কিন্তু কখনো দেখিনি জোৎস্না রাতের বৃষ্টি!
সে আমার কাছে-
অনেকটাই কাল্পনিক প্রেমিকার মতো,
আকাশ থেকে নেমে আসা অসংখ্য রূপোলী স্রোত
মাঠ গড়িয়ে, পিচ ঢালা পথ গড়িয়ে
অথবা অপূর্ব স্নিগ্ধতায়
নি:সঙ্গ পদ্মপাতার অনাবিল স্নানে
আমার আরাধ্য মুগ্ধতা!

কথাগুলো যতই যাদুবাস্তব হোক
নক্ষত্রের হেরফেরে পরাবাস্তব হয়ে ওঠার
যথেষ্টই সম্ভবনা ছিল!
হয়তো ইতিহাসের জোৎস্নারা
তাই অভিমান নিয়ে বাঁচে
কিন্তু এক দূর্বোধ্য মায়ায়
দ্বিধাগ্রস্থ করে তোলে বারবার!


ঢাকা
২৪ জুন ২০১৭