চোখের ভেতর থেকে মেঘ ভেসে যায়
ওপারের বালুচরে -
নোঙ্গোরে আটকে থাকা নৌকা যেমন,
তেমনি স্থবির হয়ে থাকি।
চারপাশে ভেসে যায় স্রোতের সাঁতার,
সূর্য বিভাজনে সেখানে রঙের নৃত্য চলে!
চোখের ভেতর থেকে মেঘ ভেসে যায়
চোখের পলক ছুঁয়ে রঙ ভেসে যায়
চোখের স্পর্শে থাকে প্রেম