অন্ত:ক্ষরণের দ্বন্দে মেতেছো কখনো?
এই প্রসস্ত প্রান্তরে এসো
এখানে দ্বন্দমূখরতার মেলায় সেজেছে ঘাটের মাঠ।
নাগোরদোলায় ফেরারী হয়ে
যে নিষিদ্ধ প্রেম
নিম্নগামীতা থেকে উর্ধগামী হতে থাকে
সেখানে দু:খ শেলাইয়ে জেগে ওঠে
শুদ্ধ কাঁথার মাঠ!
যদি বিশুদ্ধ হতে চাও, তবে-
ক্ষরণে ক্ষরণে বিমূর্ত হয়ে যাও!