বড় হয়ে গেছো মেঘ
বৃষ্টির গ্রামে-
তোমার অপেক্ষা ফুরোলো!
তোমার যৌবনে স্নান করি
আজকের স্নিগ্ধ সন্ধ্যায়!
কিংবা শহরের ল্যাম্পপোষ্ট
জ্বলতে জ্বলতে ক্লান্ত হয়ে ভিজে গেলো আজ
তার নীচে সিক্ত ব্যাঙের দল
লাফিয়ে লাফিয়ে নেচে গেলো সমস্ত রাত!
জলের শব্দে গান ভেসে যায়
ভেসে যায় রাস্তার ঢল!
আমাদের পুরাতন ঘর
ভিজে যায়, ভিজে যাওয়া শার্শীর ফাকে
ঘড়ির কাটার সাথে ভাব করে
পরে আছি কারো প্রতিক্ষায়!
ঢাকা
০২ জুন ২০১৭