যে আমার রোদ ছুঁয়ে যায়
গোপন সকাল সাঙ্গ করে
দুপুর গাঙ্গে স্নানের ছলে
দুষ্টুমি আর ভেঙচি আঁকে
দগ্ধ বিকেল চায়ের ঢেউয়ে
ক্লান্তি-পারের গল্প ভাঙে
সে আমার রোদ ছুঁয়ে যায়
কলমি পাতার নাও ভাসিয়ে
তার ঘামের আঁচল সন্ধ্যা ছড়ায়
উড়ন্ত রাত স্বপ্ন বোনে
প্রদীপ মাখা শার্শি ধরে
প্রতিক্ষাতে প্রহর গোনে
সে আমার জোছনা ছুঁয়ে
অদৃশ্য এক ঘোমটা টানে