তেইশটি বছর পার হল আমি শুধু একা
তেইশটি বছর পার হল স্বপনেই শুধু দেখা
তেইশটি বছর পার হল হাতে দিল না কেউ হাত
তেইশটি বছর পার হল হলনা বাসর রাত।।
তেইশটি বছর পার হল বাসিলোনা কেউ ভালো
তেইশটি বছর পার হল, একা বিছানায় নেই আলো।।
তেইশটি বছর পার হল, খোলা ছাদে বসে
দুজন মিলে চাঁদ দেখার স্বপ্ন শুধু মিছে।।
তেইশটি বছর পার হল টোপর মাথায় দিয়ে
রুমাল মুখে বর সেজে করতে যাব বিয়ে
তেইশটি বছর পার হল চুল, দাড়ি আজ পাকে
তেইশটি বছর পার হল কাম, কাজ নাই হাতে।।
তেইশটি বছর পার হল ক্যাম্পাসেরই জীবন
এদিক সেদিক তাকিয়ে চক্ষুর বিস্ফোরণ
তেইশটি বছর পার হল শুষ্ক ওষ্ঠ তলে
মেরিল, জেলি মেখে নরম করা চলে
চব্বিশেতে এবার আমি পা দিয়েছি হায়
জোর করে বাবা মা বিয়েতে বসায়
কত দিনের স্বপ্ন আশা বুকের মাঝে আছে
ফুর ফুরে মেজাজে পা পরেনা মাটিতে
বিয়ে আমার ঠিকই হল এবার কি যে করি
বউয়ের ঘুমে নাকের ডাকে জ্বালায় জ্বলে মরি।।
ঘুম, শান্তি সবই গেল
শুধুই কস্ট, ক্লেস
বসে বসে এখন ভাবি
একা থাকাই বেস।।
এখানেইতো শেষ নয় ভাই
আরো আছে বাকি
কচু, ঘেচু খেয়ে আমি হই সুকতি
মাছ, মাংশ রান্না হয়না কে বলেছে ভাই
বউ আমার রান্না হলেই সাবার করা চাই।।
আমার নাকি ভুড়ি মোটা, মেদ জমেছে বহু
পাতলা বউয়ের জন্য তাই বরাদ্দ দেই গরু
খাওয়া, দাওয়া সবই গেল শুধু কস্ট ক্লেশ
বসে বসে এখন ভাবি একা থাকাই বেশ।।