বেকারও জীবন হায়, দুঃসহ বেদনায়
কাছেরও মানুষগুলো দুরে দুরে সরে যায়
হতাশার বাঁধ ভাঙ্গে, নিরাশার খেলাতে
মাথা করে ভন ভন দুঃসহ ব্যাথাতে।
মাতা, পিতা, ভাই, বোন তারাওতো নয় আপন
হতাশার গ্লানি টানে বেকারের ভাঙ্গা মন।
সবারও সাথে তবু হেসে হেসে কথা কয়
বেকারের রাত কাটে হাহাকার, হতাশায়।।
লোকেদের বাঁকা কথা, জীবনটা তোর বৃথা
এতদিন লেখে পড়ে কি বালটা ছিড়লি
যতসব অর্জন রেখে আয় দিল্লি।
বাপের হোটেলে ডাল, রুটি গিলে
কতদিন আর তুই, থাকবি chill এ।
প্রেমিকার বিয়ে ঠিক, ললণা কেঁদে যায়
বেকার ফাঁকা বুকে পাথর চাপা দেয়।
টেবিলেতে বসে থেকে পেটে মেদ জমে বেশ
রোগেরা হেসে বলে জীবন করিবো শেষ।
করোনার আকালেও অনেকের মুখে চাঁদ
বেকারের মুখ ভরা বিড়ি টানা কালো দাত।
পড়ালেখা টুকটাক, কাম করে ধুমছে
বেকারের কান দিয়ে ধোঁয়া শুধু ছুটছে।
টেবিলেতে বসলে, চুপ করে পড়লে
বাবা ভাবে প্রেম করে ছেলে অনলাইনে।
মা এসে বলে যায়, জমিনটা দেখে আয়
পুকুরের পশ্চিমের ধান নাকি কাকএ খায়।
দেশে নেতা ভরপুর, রাজনীতি যুদ্ধে
গলা ফাটে ভাষণেতে, উন্নতি তুঙ্গে।
বেকারের জীবনকি এভাবেই কাটবে?!
লেখাপড়া শেষ করে, পথে পথে ছুটবে।
দুনিয়ার মাটিতে বেকারের ঠাই নাই
কবরের আঁধারেতে বেকাররা সুখ চাই।