মসজিদেতে লোক যাবে না, যাবে হাটবাজারে
এমন দেশের মুসলিমেরা যাবে কোন কবরে।
করোনারই দোহাই দিয়ে বন্ধ কর দোর
কোন চাবিতে বন্ধ হবে কাল ঐ রোজ হাশর।
মসজিদেতে ঝুলিয়ে তালা, আমল বন্ধ করে
দিব্যি তুমি কাজে যাচ্ছ মুসলিমেরই ছেলে।
দুনিয়াতে কদিন রবে, কদিন থাকবে গদি
কবরেরই অন্ধকারে শান্তি নাপাও যদি।
দুনিয়াতে বাচার নেশায়, আমল বন্ধ হলে
পুলসেরাতের কঠিন ঘাটি পার হবে কেমনে।
কারখানা, লঞ্চ ; ব্যাংক, বাজারে
করোনা ছড়ালো বেশ
মসজিদেরই ঘাড়ে পড়লো সকল দোষের বোঝ।
মিছিল হল, মিটিং হল, হল অনুষ্ঠান
আমলেরই বেলায় এত বিধি নিষেধ কেন?
মরন সে তো হবেই হবে, হবে আজ আর কাল
পরকালের চিন্তা না করি আমরা বেআকল।
কত শত রোগ আছে, কত তাদের নাম
মসজিদটা বন্ধ করেই মিলবে পরিত্রান?
আসো মুমিন নামাজ পড়ি, কাঁদি খোদার কাছে
চাইলে খোদা রেহাই পাব, মুক্তি পাব শেষে।
দুহাত তুলে দোয়া করি, হে আল্লাহ দয়াময়
করোনার এ অভিশাপ থেকে, যেন দেশের মুক্তি নসিব হয়।।