ছোট্ট একটি ডিঙ্গি নৌকা
তোমার কোলে মাথা রেখে
শুয়ে আছি আমি
নীল শারির আচলখানি বুকে বিছিয়ে দিয়েছ
যেন ঠান্ডা না লাগে আমার
আমি একবার আকাশের দিকে দেখি
আর দেখি কাজল রাঙ্গানো তোমার দুটি চোখ
চোখের গভীরতা মাপার চেষ্টা করি
ভালবাসার গভীরতা মাপি আনমনে
এ ভালবাসা সত্যিই কি অকৃত্রিম।।
মৃদু স্রোতে ভেসে চলছে নৌকা
উড়ন্ত চুলে শাড়ি পেচানো অর্ধশরীরে
তুমি এক আফ্রোডায়িট
আমি শুয়ে শুয়ে নৈবদ্য সাজাই তোমার পায়ে
তুমি অসীম ভালবাসায় বিলি কাটছো আমার চুলে
মাঝে মাঝে মধ্যমার ছোয়া দিচ্ছ আমার ঠোটে
সিউরে উঠছি আমি
এভালবাসা সত্যিই কি অকৃত্রিম।।
তোমার চিকন ঠোট আর টানা চোখের পানে
চেয়ে থাকি আমি
ভাবি তুমি হেরা হও
আমি জিউস হয়ে তোমার পায়ে
কাটিয়ে দিব সারাটা জীবন।।
তোমার সদা হাস্যজ্জবল মুখে
একটু দুষ্টুমি ভাব আমাকে মাতাল করে
খয়েরি গ্লাসের বড় চশমাটা চোখে দিলে মনে হয়
তুমি আমার নাটরের বনলতাসেন
নয়তো মোনালিসা, নয়তো সোনাক্সি সিনহা
আমি তাকিয়ে থাকি তোমার দিকে
নিস্পলক দৃষ্টিতে।।
মৃদু বাতাসে ভেসে চলছে নৌকা
তুমি বিলি কাটছো আমার চুলে
পদ্মাসন তোমার কোলে
আমার শান্ত মস্তিষ্ক
পৃথিবীর সমস্ত শান্তি
এ ভালবাসা সত্যিই কি অকৃত্রিম
নাকি সবি ভ্রান্ত কামনা।।