একদিন কোলাহল ছিল, চায়ের আড্ডা ছিল
প্রণয় ছিল, কাছে আসার আকুতি ছিল
বৃষ্টির নির্মল ফোটায় অথবা
ঢ্যাপা নদীর ঘোলাটে জলে পা ভিজিয়ে
অদ্ভুত এক চাহনিতে হারিয়ে গেছি তোমার
চিকন ভ্রুতে
তোমার কালো চোখের পাতায়
অভিমানের ছোট্ট অশ্রুবিন্দু
কাজল ধোয়া সে অশ্রু অন্তর ছিড়ে বের করে
আনে প্রণয়ের গভীর বাণী,
"ভালোবাসি"।
আজ কোলাহল নেই, চায়ের আড্ডা নেই।
তোমাকে ভালোবাসার অধীকারও নেই আজ আমার
করোনার করাল গ্রাসে মৃত্যুপুরী হয়েছে সারা বিশ্ব
আমার হৃদয়তো আগেই মৃত্যুপুরী।
সর্বগ্রাসী করোনায় হয়তো শেষ হবে
নয়তো ডেঙ্গু
অথবা
আধখাওয়া বিড়ির কালো ধোয়ায়
ক্যান্সার হবে এই ফুসফুস।।
পেটে ভাত নেই তবুও প্রেম মরে না
ক্ষুধার রাজ্যেও অন্তরে প্রেমের আহাজারি
কত কিছুই নিল করোনা
এই অশান্ত প্রেমটুকু ব্লাকহোলে
অথবা মারিয়ানা ট্রেন্সের গভীর খাদে
উপুর করে ফেলে দাও
শত কোটি বছরেও যেন ফিরে না আসে।
লাখো শত অভিশাপের বন্দনা
তবুও ভালো থাক প্রেম
ফিরে আসো বার বার আমার অন্তরে
আর একবার জন্মালেও যেন তোমায় ভালোবাসি
ঢেপার তিরে একদিন হলেও যেন
তোমার কাজোল চোখে আলতো চুম্বন দিতে পারি।
তারপর নাহয় শত কোটি দুঃখ দিও
তৃপ্ত বুকে সয়ে যাব শত বেদনা।
হাজার হাজার বছর ধরে
মানুষ মরে যায়
তবুও এ প্রেম রয় অক্ষয়
নাইট্রাস অক্সাইডের মত
সাময়িক সুখ
তবুও আমি এ সাময়িকতাকেই আলিঙ্গন করি
আর একবার জন্মালেও যেন তোমায় ভালোবাসি
আর তুমি দুঃখ দিও
আমি দুঃখ ভালোবাসি।।