টান পড়েছে কি সুতোয়?
নাকি বাঁধন খুলে ফেলে দিয়েছো অপ্রচলিত
পাল?
মজার ছলে বুকে আঁকড়ে ধরে ছিলে যে প্রস্তর
খণ্ড।
দেখো আজ তাতে ফুল ফুটেছে।
গ্রহণ করো সেই ফুল অথবা মুক্তি দাও আমাকে
কোনো শহিদ বেদিতে রেখে।
আজীবন থাকতে পারবো ভাগাড়ে
কিন্তু এই কষ্ট সহ্য করবো না।
কষ্ট কেনো হয়?
যার সে রকম কেউ নেই?
যার কোনো দেশ নেই
সে কেন কষ্ট পায়।
শেকড় হীন হয়ে মরা ভালো।
তবু
তোমার অবহেলা যেন অগ্নি হীন হাবিয়া।
পোড়ায় ক্ষণে ক্ষণে।