মনে আছে স্বাধীনতা
৭১ এর পঁচিশ মার্চ ?
কেমনে ভুলো রক্তপ্লাবন
অপারেশন লাইট সার্চ ?
কেমনে ভুলো স্বাধীনতা
বীর পুলিশের অবদান?
মনে আছে রাজারবাগের
বজ্র কন্ঠ শাহাজান?
ক্রান্তিলগ্নে অস্ত্রাগারের
তালা ভেঙে অস্ত্র শস্ত্র।
রাজারবাগের দেয়ালজুড়ে
লেগে থাকা লোহিত বস্ত্র।
আবু শামার সাহসিকতা।
কেমনে ভুলো স্বাধীনতা?
আব্দুল আলীর স্বপ্নজুড়ে
লাল সবুজের ঐ পতাকা !
মনে আছে স্বাধীনতা
পঁচাত্তরের রক্তক্ষরণ
ছিদ্দিকুরের প্রতিরোধ
প্রথম শাহাদাত বরণ !
ডিএসপি নুরুলের
গুলির ক্ষত আজো পায়ে
মনে আছে স্বাধীনতা
রক্ত ঝরে এ পুলিশ গায়ে !
কেমনে ভুলো স্বাধীনতা
হলি আর্টিজেনের বর্বরতা
কেমনে ভুলো সারা দেশে
জঙ্গি দমনে সফলতা?
কেমনে ভূলো এই দেশে
পুলিশ মানেই নবজীবন
করোনা কালে কে ছিলো পাশে
কোভিড উনিশে মৃত্যুবরণ ?
শৃঙ্খলাতে পুলিশ বীর
আত্মত্যাগী উচ্চ শির
ধৈর্যেতে অসীম সম
সেবা দানে এ পৃথীবীর !
স্বাধীনতা মনে আছে তো
তোমার অর্জনে রক্ত কত
তোমার বুকে পুলিশ সেরা
আমি কবি শ্রদ্ধারত !
স্বাধীনতার প্রথম প্রহরের প্রথম শহীদ হতে সকল শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করছি এই মহান দিনে।