দুরত্ব
সে তো ধর্তব্য কিছু নয়
বহু দূরের পথ!
আঁতকে ওঠার কিছু নেই।

ইশারায় পিছু ডাকা
সব পাখিরা আজো গান গায়
দুরত্বের অভিযোগে
পিছু হটে সব স্বপ্ন সকাল।

কেউ তোমার শত্রু নয়
কেউ তোমার মন্দ চায় না
কেউ পিছু টানে না আসলে
তুমি যাও একাকী খেয়ালী কল্পনায়।

হারিয়ে যেতে চায় কবিতারা
আমি আর আটকাবো না তাদের
যারা আসার তারা আসবেই
না বললেও।

একটি রাত এসেছিলো
লক্ষ রাতের মতো
অসাধারণ একটি রাত।
দূর দূরান্তরের মেঠো পথ
ধরে লিখে গেছি কবিতা
সেই রাতের পথ ধরে।

একটি কবিতা এসেছিলো
লক্ষ কবিতার ভীড়ে
অসাধারণ একটি কবিতা।

অসাধারণ সেই কবিতা
আজীবন বলেছে সাধারণের কথা।