শেষ হল কালি,
ফুরালো খাতা,
উড়ালো স্বপ্ন
ঘুড়িতে বেঁধে কেউ কেউ।
কেউ কেউ উঠল কেঁদে
কেউ কেউ অযথায়
করল ঘেউ ঘেউ।
সেই সব তথাকথিত
ছবির ভীড়ে,
নীড় থেকে
বহু দূরে
মাদার গাছের উজানে থাকা আঁধার গায়ে মেখে,
কবিদের ছিটানো অভিশাপ কুড়িয়ে
গল্প লেখার সূচনালগ্নে এখন আমার ভগ্নদশা।
দূর থেকে হেঁসে উঠে বলল কূললক্ষ্মী,
"আরে পাগল। তোর মনটা ভালো হোক আগে, তারপর লিখিস কবিতা।"
''হরি'' নামে হেরে গিয়ে দেবী
''হক মওলা'' স্বরে উদিত হল কোনো বিগত পীর।
এখন বইছে সময় গঙ্গা,
চুঁইয়ে পড়া পানির মত, অনেকটা ধীর।