শুধু তোমার জন্ম কিংবা মৃত্যু দিনে,
কত আয়োজন তোমায় নিয়ে।
বলো তো তোমাকে ভুলে থাকতে পারে কতজন?
জানি তুমি থাকবে না আর,তাই পেয়েছিলাম দেখা তোমার...
অনুভবে তোমায়...করেছিলাম শেখা।
কি জানি? না জানি? তা তো জানি না...।
কি বলি? না বলি? তা অন্যকিছু না...।
তোমার একটু কথা বলা, তোমার একটু পথ চলা,
তোমার মাথার টুপি, জুতো জামা টাকা রুপি
তোমার যত ছেলে খেলা তোমার সব ছলা কলা....
আজো তারা কেন মনে রাখতে চায়?
কি জানি? না জানি! তাতো জানি না।
কি বলি? না বলি? তা অন্যকিছু না...।
আজো আমার স্বপ্নে তুমি ঘুড়ি উড়াও...
আজো আমার কাগজে তুমি নৌকো বানাও,
স্মৃতি থেকে তুমি বাস্তবে এসে করেছো স্বপ্ন পূরণ
তাই রোজ রাতে প্রভাতে করছি তোমাকেই অনুসরণ।
তাই এই রাত, তোমায় দিয়ে..
একটু হেঁটে এগিয়ে গিয়ে..
করে নিলাম তোমায় বরণ।
কেউ তোমায় ভুলে যাবে।
কেউ তোমায় ভুলিয়ে দিবে।
কেউ তোমায় চিরকাল রাখবে স্মরণ।
কি জানি! না জানি! তা তো জানিনা।
কি বলি! না বলি! তা তো জানিনা।
কি বুঝি! না বুঝি! তা তো বুঝিনা।