এইতো সেদিন গিয়েছিলাম আত্রাইয়ের জলে।
করেছিলাম নদীকে স্মরণ, দৃঢ় মনোবলে।
বুকের মাঝে মিশে আছে সেই সুশীতল স্পর্শ অনুভূতি,
তুমি অনন্ত যৌবনা হয়ে থাকো, এটাই আমার আকুতি।
কালনীর জলেও গিয়ে পেলাম তোমার দেখা।
তুমি ধ্রুব, প্রকৃতির অকৃত্রিম উপহার,
দেখতে তুমি কেমন? যেমন আমার হস্ত রেখা।
ইরান, তুরান, আমেরিকায় একই নদী তুমি।
ভালোবাসি যমুনাকে, আমার মাতৃভূমি।
তোমার সুধা পিয়ে আমি দূর করি তৃষ্ণা।
তুমি অনন্তযৌবনা হয়ে থাকো,
সৃষ্টিকর্তার নিকট এটাই করি প্রার্থনা।