কবি কি ভবিষ্যত জানতো?
আমার কথা ভেবে-
কবি কিভাবে লিখলো "কষ্টের ফেরীওয়ালা"?
কবি কি জানতো, কোনো এক সান্ধ্যপ্রহরে আসবো আমি?
কষ্টের বেচা কেনা হবে শহুরে রাস্তায়?
নাহ্, কবি তো ভবিষ্যত জানতো না|
তাছাড়া এটা তাঁর জানার কথাও নয়|
এটাও ঠিক,কবি ছিলো সময় থেকে এগিয়ে|
তাহলে কি কবিতা থেকেই আমার উৎপত্তি!
কিংবা, আবার ফিরে এসেছে কবি|