কি বলবো বলুন?
কিইবা বলা যেতে পারে!
কিছু বলার অদম্য ইচ্ছা
চাপা দিয়েছি সেই কবে।
চাপা দিয়েছি শৈশব,
চাপা দিয়েছি শৈশর।
বাড়ি পাশে মাঠ
মাঠ পেরুলেই বিল।
বিলের মাঝে লাল শাপলা,
মূলের দিকে তাকালেই
নাম বদল।
কাদার মাঝে আছে লুকিয়ে
শালুক মূল।
চাপা দিয়েছি শৈশব,
চাপা দিয়েছি শৈশর।
সেইখানে,হুম সেইখানে...
চাপা দিয়েছি সেই কবে।
এরপর যৌবন এলো,
যৌবনে প্রেম এলো।
প্রেমে ব্যর্থতা এলো,
ব্যর্থতায় হতাশা এলো,
হতাশায় কান্না এলো।
পুলিশের ধাওয়ায়
কান্নারাও ছুটে পালালো।
ভেতরের জল
ভেতরেই বরফ হলো।
বরফভেদী আর্তনাদ
কারো কানে লাগলো না।
আমারো আর কিছু বলার
থাকলো না।