কান্নাকাটির ভীড়ে সময় গেছে ফিরে
চলে গেছে দূরে অচেনা তেপান্তরে
আমার ছেলেবেলা ডাকছে তোমায়।

দুঃখ গুলো কেটে যাক কষ্টগুলো উড়ে যাক
সবাই ভুলে যাক ছেলেবেলার ডাক
আমার ছেলেবেলা ডাকছে তোমায়।

মিথ্যে যত খুনসুটি মালা গাঁথা পরিপাটি,
দন্ত্য-ন এ থাকি হৃদয় স্পর্শে মাটি
আমার ছেলেবেলা ডাকছে তোমায়।

আজো আছি বসে আছি হাসিমুখে ,
সন্ধ্যা নামে দেশে সারাদিনের শেষে,
আমার ছেলেবেলা ডাকছে তোমায়।

ফুল গুলো সব করে কলোরব,
রংধনুর রঙিন আলো বেসে বড়ো ভালো
আমার ছেলেবেলা ডাকছে তোমায়।
আমার ছেলে বেলা ডাকছে তোমায়।