হারিয়ে ফেলার কষ্টটা বেশী ।
এই যন্ত্রণার প্রকৃতি অনুশোচনার মতো ।
এর ভেতরে রয়েছে এক ধরনের সূক্ষ্ম অপরাধবোধের পোতাশ্রয়।
অনেক হারিয়েছি আমি। তাই, কষ্টটা বেশী।
ভেবেছিলাম, হারানোর ভয়ে আর কোন কিছু প্রিয়তে রাখবো না।
প্রাকৃতিক নিয়ম ভেঙে ক্রমে ক্রমেই তুমি
প্রিয় থেকে প্রেয়সি হয়ে ওঠছো ।
শপথ আত্মার,যার মাঝে আদি আমার বসবাস,
তোমায় হারিয়ে যেতে দেবো না ।
গাঁট বেঁধে বসে আছি,
গাঁটছড়া বাঁধার অপেক্ষায়।