আজো কানে বাজে,
হ্যাঁ,স্পষ্ট শুনতে পাই।
আজো শুনি নিত্যসাঁঝে,
প্রথম বৃষ্টিপতনের শব্দ,
হ্যাঁ,আজো স্মৃতিমেঘ পাতাই।

আজো প্রাণে জাগে।
হ্যাঁ,আজো প্রাণে জাগে
একুশটি বসন্তের আগে
কোনো এক বসন্তের
প্রথম ফুল পতনের শব্দ,
হ্যাঁ,আজো স্বপ্ন জলরেখা সাজাই।

আজো কানে ভাসে
প্রথম পাখিদের মিছিল,
মোরগ,গাংচিল।
মাছ আর শামুকের ভীড়ে
ঘোর লাগা অন্ধকারের গাঢ় বিষাক্ত নীল।
হ্যাঁ,আজো পাখিদের আঁকাই।

আজো কানে বাজে,
স্লেটে চক পেনসিলের প্রথম ঘর্ষণ,
প্রথম পাললিক শিলার উপর বাদল বর্ষণ।
কলম আর ডায়েরীর ভীড়ে চাপা পড়া প্রথম গণিত খাতা।
হ্যাঁ,আজো করি খাতা সেলাই।

আজো কানে বাজে,
প্রথম গুরুজন,
প্রথম প্রিয়জন,
সেইসাথে অপ্রিয়রাও।
সেই অন্তিম সংলাপগুলো।
হ্যাঁ,আজো স্লোক আওড়াই।

আজো কানে বাজে,
সফলতা অর্জনের মূলতন্ত্র।
হীতোপদেশ।
রসোন্মত্ত যৌবন ভর একা একা চলতে থাকা নিম্নগামী পাদদেশ।
হ্যাঁ,আজো ক্রমাগত সফল হয়ে যাই।