দূরের আকাশের দিকে তাকালে
মেঘের মাদুর বিছানায়
সাজানো সংসার দেখা যায়।
সেখানে বসে থাকে মা, ছেলে
বাবা- মেয়ে, দাদা দাদি
পূর্ব ও উত্তর পুরুষ।
সমুদ্রের নীল জলরাশি র গভীরতার দিকে তাকালে
সমুদ্রের পাতাল বিছানায়
পাতানো সংসার দেখা যায়।
মা বাবা, ভাই বোন, গাঁ এর লোক
পূর্ব ও উত্তর পুরুষ।
সন্ধ্যা লগ্নে গাঁ এর মুখে বাঁশ ঝাড়ে
পাতার সবুজ ছামিয়ানায়
অগণিত পাখির কিচির মিচির
সেখানে একান্নবর্তী পরিবার দেখা যায়।
একান্নবর্তী - এক পাতিলে সংসার
সে তো অতীত বাংলার অকৃত্রিম ঐতিহ্য।
এখন সবাই আলাদা, ক্ষুদ্রাতিক্ষুদ্র
তথাকথিত আধুনিকতার প্রভাবে।
একান্নবর্তী পরিবার দেখা যায় প্রকৃতি তে
শুধু যায় না দেখা লোভী কপট মানব সমাজে।