সমাজতান্ত্রিক জটিলতা,
পুঁজিবাদী পঙ্কিলতা।
সব কিছু ছিঁড়ে ছিটে
উচ্চাঙ্গ সংগীতের সব কটা তাল,লয়,সুর কেটে ছিঁড়ে
মার্ক্স থেকে শুরু করে ছিঁচকে রাজনৈতিকনেতা।
সব্বাইকে তোয়াক্কা না করে
কদর্য উদাহরণ হরণ করে এসো বিপ্লব করি।
এসো বিপ্লব করি।
হই বিপ্লবী কবি।
প্রজাতন্ত্রের আদিম বেড়াজালে,
ভুলভাল গল্পদের অবস্থানচ্যুতি ঘটিয়ে,
ঘুমন্ত হিতৈষীদের আঁধারে গুটিয়ে,
মেকী প্রেমিকদের কাচি দিয়ে কুপিয়ে,
ভন্ডনেতাদের তীব্র উষ্ণ তেলে ডুবিয়ে,
মর্টার নিক্ষেপ করি তাদের সিলিংএ,
যাদের অস্ত্র তাক করা থাকে আমাদের কাঁটাতারে।
এসো বিপ্লব করি।
এসো বিপ্লব করি।
হই বিপ্লবী কবি।
মহাকাল ব্যাপী জমানো আক্ষেপ ঝেড়ে ফেলি
প্যাঁচে প্যাঁচে কলমের আঘাতে,
ফলাই শস্য আকাল,অভাব কিংবা দুর্ভিক্ষ কাটাতে।
করি শান্তিপূর্ণ মিছিল,মিটিং,সভা সমাবেশ।
ভাঙি সিন্ডিকেট,
উপড়ে ফেলী শিকড় বেপরোয়া মূল্যবৃদ্ধির।
এসো বিপ্লব করি।
এসো বিপ্লব করি।
হই বিপ্লবী কবি।
থাকুক ইতিহাসের কোণে,
সাদাকালো ছোট ছবি।