কখনো কি দেখেছ
তুমি ছোট নীল ফুল?...
কখনো কি ভেবেছ
মনের জমে থাকা ভুল?...

কখনো কি ধূসর হয়
সোনালী রাঙা প্রভাত?
কখনো কি যায় পুড়ে
আঁধার কালো রাত?

কখনো কি স্বপ্নে দেখ
হঠাৎ বাড়ি ফেরা?
কখনো কি হয়েছ
হঠাৎ দিশেহারা?

কখনো কি আটকে থাকে
চিরুনিতে চুল?
কখনো কি ভেবেছ
মনের জমে থাকা ভুল?

কখনো কি মুখ ফিরিয়েও
নিয়েছ উপহার?
কখনো কি লোক দেখিয়ে
করেছ উপকার?

কখনো যে মাকরসা জালে
আটকে থাকে ফুল?
মাঝে মাঝে বলতেই পারো
হা..হা..হি..হি..লুল!

ভুলের মাঝে দুঃখ,ঋণ
ভুলেই স্বরলিপি।
ভুলের মাঝে কাটলো দিন
এখন,
ভুল পদ্য লিখি।

হঠাৎ ভুলে কপাট খুলে
ভুলের আমদানি।
চরিত্রহীন চোখ দেখে
অদৃশ্য জামদানি।

কখন জানি শেষ হয়ে যায়
ভুলনগরের মেলা?
সময় থাকতে শুরু হোক
ভুল শুধরানোর পালা।