আমাকে না জড়ানোই ভালো
যেখানে সেখানে,
পথের ধুলো,পাতা অগোছালো,
এখানে ওখানে।
আমাকে না জড়ানোই ভালো পথে প্রান্তরে,
ধূসর বর্ণ,কুম্ভকর্ণ,বাহিরে অন্দরে।
আমাকে জড়াসনা বিশ্রী ঝামেলায়,
বক্ষ বন্ধনী কিংবা ভীষণ খোলামেলায়।
জড়াসনা আষ্টেপৃষ্ঠে
ঘরের কোণে,সঙ্গোপনে,
এই শ্যামলায়।
জড়াসনা তুই আমার সাথে অন্ধকার,
সুখি আমি,সেই সাথে হাহাকার।
আমার সাথে কঠিন কোনো শব্দ কিংবা শব্দগুচ্ছ,
হোক মেল বন্ধন,ব্যাপারটা অতি তুচ্ছ।
কখনোই চাইনা জড়িয়ে যাক জটিলতা,
বিশ্রী ঝামেলা কিংবা দুর্গন্ধময় পঙ্কিলতা।
আমার জীবনের সাথে তোকে,
তোর জীবনের সাথে আমাকে,
না জড়ানোই ভালো নয় কি?