চলো,অন্ধকারকে পাহারা দেই।
পড়ে থাকা স্মৃতিগুলোর কান্নাকাটি থামাই।
আমার আমিকে বের করি খোলস থেকে।
যৌবন ও নতুন জীবন চিনতে শিখি।
ফিরে পাই শৈশবের টৈ টৈ উদ্যোমতা।
জড়তা কিংবা অলসতা মুছে যাক নিয়মের পাতা থেকে।
বর্বরতা থামাই,উর্বর হই।
আমিই হই অযথার শঙ্খ কিংবা বেখেয়ালী ঘাসফুল।
গোল হয়ে বসি। রোল মত দাড়াই।
মেঘ থেকে বৃষ্টি নামাই। জানি পারবো না।
তবুও ঘামি। অযথায় নামি। অযাচিত স্বপ্ন আসুক কল্পনা থেকে।
চলো, চুপচাপ ডুবে যাই আগে আগেই নিদ্রা সাগরে।
নিরব রাতে ডাকি তাঁকে, কাঁদি কিংবা করি প্রার্থনা।
সকাল টা শুরু হোক আগে।
মাঘী পূর্ণিমার রাতে তো শুভদৃষ্টি হবেই।
সে চাহনীতে থাকবে ক্ষুধার্ত প্রেম।
কোনো এক বিদায় বেলায়। তোমাকে হৃদয়ে রেখে।
দৌড়াই,পথিক হয়ে পথ থেকে পথে।